এমএনপি খরচ বেড়ে ২৭৫ টাকা

১৩ জুলাই, ২০১৯ ০০:৫৬  
মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদল করতে খরচ বেড়ে দাঁড়ালো ২৭৫ টাকায়। এর ফলে এমএনটি সেবা নিতে গ্রাহকদের আগ্রহ আরো কমে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। জানাগেছে, জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় এবং অর্থ বিল পাসের সময় এমএনপি বিষয়ে অর্থমন্ত্রী কোনো কিছু উল্লেখ না করায় শুল্ক বিষয়ক নিয়ম অনুযায়ী সিম বদলের ক্ষেত্রে আগের নির্ধারিত কর প্রযোজ্য হওয়ায় ফের খরচ বাড়ছে গত বছর অক্টোবরের শুরুতে চালু হওয়া এমএনপি সেবায়। গত জানুয়ারিতে এই সেবার ওপর সিম ট্যাক্স তুলে নেওয়া হলেও চলতি বাজেট পাসের পর তা আবার ফিরে এসেছে। অর্থাৎ নতুন বাজেটে নতুন সিম কেনা এবং রিপ্লেসমেন্টের শুল্ক ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করায় এখন এমএনপিতে প্রতিটি সিম রিপ্লেসমেন্টে অতিরিক্ত দুইশ টাকা দিতে হচ্ছে। তাই বর্তমানে কেউ নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সেবা এমএনপি নিতে চাইলে তাকে ৫০ টাকা চার্জ দিতে হয়। এর সঙ্গে ভ্যাট রয়েছে ১৫ শতাংশ। এখন আরও ২০০ টাকা সিম কর দেয়ার পর সব মিলে খরচ বেড়ে দাঁড়াবে ২৭৫ টাকায়।